তালামীয নিউজ২৪ ::গত ২২শে জুন
রোজ বুধবার সন্ধ্যা ৬ঘটিকায় কুয়েতের
ফাহাহিল সিটিস্থ জনতা হোটেলে
আঞ্জুমানে আল ইসলাহ কুয়েতের
উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উদযাপন
ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সগঠনের সভাপতি আব্দুল মুহিত
নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক এস,আই ফয়সলের প্রাণবন্ত
সঞ্চালনায় এতে প্রধান অতিথির আসন
অলঙ্কৃত করেন আল ইসলাহ কুয়েতের
প্রধান উপদেষ্টা আবু সাইদ কুতুব
উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট সংগঠক মাহমুদ আলী হাজী,
বরণ্য কবি আব্দুল মালিক, সংগঠক-
ব্যবসায়ী মুরাদ চৌধুরী,বিশিষ্ট আওয়ামী
নেতা আব্দুর রহমান,লুদাই মিয়া,কারি
সালেহ আহমেদ কারী আব্দুল
মতিন,হাফিয আলাউদ্দিন, এ কে
আযাদ,আহমেদ রিপন,মুজিবুর রহমান,
মুজিবুল হক,হাফিয ফিরুজ,কাজি আমজাদ
হুসেন, অগ্রদৃষ্টি পত্রিকার সম্পাদক
আ,হ,জুবেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,
সাংস্কৃতিক, ক্রীড়াবিদ ও ব্যবসায়ী
নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বদরের যুদ্ধ ও রমজানের
তাৎপর্য নিয়ে মূল্যবান আলোচনা করেন
মাওলানা কাওসার আহমেদ সেলিম।
পরে সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও
শান্তি কামনা করে দোয়া পরিচালনা
করেন হাফিজ আলাউদ্দিন।