তালামীয নিউজ ২৪:: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (র) হাতেগড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা ও উপজেলা
তালামীযের যৌথ উদ্যোগে গত২৫ জুন শনিবার বিকেল খালোমুখ মকদ্দছ কমিউনিটি সেন্টারে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক
আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আল ইসলাহ’র সভাপতি
এইচ.এম ফয়সল আহমদের সভাপতিত্বে
এবং সাধারণ সম্পাদক মাওলানা
জয়নাল আবেদীনের পরিচালনায়
ইফতার মাহফিলে প্রধান অতিথির
বক্তব্য রাখেন আল ইসলাহ’র
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
অধ্যক্ষ ময়নুল ইসলাম পারভেজ।

তিনি বলেন, রহমত, বরকত ও
নাজাতের মাসে পবিত্র আল কুরআন
নাজিল হয়েছে। রমজান আত্মশুদ্ধির
মাস। এ মাসের শিক্ষাকে কাজে
লাগিয়ে জীবন পরিচালনা করলে
দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ
সম্ভব। তিনি বলেন, আল্লামা
ফুলতী (রহ:) হাতে গড়া সংগঠন আল
ইসলাহ ও তালামীয ইসলাম প্রচারে
কাজ করে যাচ্ছে। এ
ধারাবাহিকতা অব্যাহত রাখার
আহবান জানান।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন দক্ষিণ উপজেলা পরিষদের
চেয়ারম্যানে মোহাম্মদ আবু
জাহিদ, মোগলাবাজার ইউনিয়ন
পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান
ফখরুল ইসলাম সাইস্তা, আল
ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক
মাওলানা শরীফ উদ্দিন, নির্বাহী
সদস্য মাওলানা রফিকুল ইসলাম
খান, গাজীরপাড়া ফাজিল
মাদরাসার অধ্যক্ষ মাওলানা
সিরাজুল আম্বিয়া, লতিফিয়া
ক্বারী সোসাইটির সাধারণ
সম্পাদক মাওলানা কামাল উদ্দিন,
মুছারগাঁও জামে মসজিদের ইমাম ও
খতিব মাওলানা ফয়েজ আহমদ,
উপজেলা যুবলীগ নেতা মেম্বার
আইয়ুব হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা আল
ইসলাহার সহ-সভাপতি মাওলানা
আব্দুল লতিফ রুহেল, সহ সাধারণ
সম্পাদক কাজী মাওলানা আব্দুল
মালিক, সাংগঠনিক সম্পাদক
হাফিজ নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক
সম্পাদক মাওলানা দেলওয়ার
মাহমুদ, জালালপুর ইউনিয়ন আল
ইসলাহ’র সাধারণ সম্পাদক
মাওলানা হাফিজ খছরুজ্জামান,
তেতলী ইউনিয়নের সাধারণ
সম্পাদক আরশ আলী, মোগলাবাজার
ইউনিয়নের সাধারণ সম্পাদক
হাফিজ বেলাল আহমদ। শুরুতে
স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা
উপজেলা তালামীযের সভাপতি
এইচ.এম খালেদ। এ সময় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন তালামীয
নেতা রেজাউল করিম, জিয়াউর
রহমান সেলিম, আনোয়ার হোসাইন,
হাবিবুর রহমান, শামীমমুল হক,
মাহবুবুর রহমান, খসরুজ্জামান,
সোহেল আহমদ, হাবিবুর রহমান, আল
আমিন, মতিউর রহমান সহ উপজেলার
বিভিন্ন ইউনিয়নের আল ইসলাহ ও
তালামীয নেতৃবৃন্দ।
 
Top