এম এ মকসুদ জুনেদ:: জুড়ী উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা শাখার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্টান আজ ২৬শে রামাদ্বান বাদ যোহর মাদরাসা হল রুমে অনুষ্টিত হয়।মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিক আহমদের সভাপতিত্বে ও মাদরাসার দাখিল শাখার প্রধান শিক্ষক এম এ মকসুদ
জুনেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং জায়ফরনগর ইউপির চেয়ারম্যানের হাজী মাছুম রেজা, রাবে জামাতের ছাত্র জাবের আহমদের কোর আন তেলাওয়াতের মাধ্যেমে সুচিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকেবক্তব্য রাখেন জুড়ী উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওঃ তাজ উদ্দিন, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সভাপতি হারিছ মুহাম্মদ, জুড়ী প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সহ শিক্ষক জয়নাল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক জামাদুল ইসলাম, উক্ত অনুষ্টানে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন সম্মানীত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অত্র শাখার শিক্ষক হাফিজ সেলিম আহমদ, আল মাহমুদ জিলান, আমান
উদ্দিন, হাফিজ ইব্রাহীম, শাখার নাজিম হাফিজ বদরুল ইসলামের সমাপনী বক্তব্য ও দুয়ার মাধ্যেমে অনুষ্টান সমাপ্ত ঘোষনা করা হয়।