তালামীয নিউজ২৪: জুড়ী উপজেলায় অবস্থিত , দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট পূর্বজামকান্দি শাহজালাল জামে মসজিদ শাখার পুরুষ্কার বিতরনী ও বিদায়ী অনু্ষ্ঠান গতকাল ২৭শে রামাদ্বান বাদ যোহর অনুষ্টিত হয়। শাখা পরিচালনা কমিটির সভাপতি শফিক উদ্দিনের সভাপতিত্বে ও সহ-নাজিম আইনুদ্দীন আলী র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মাহমুদ আলি দাখিল মাদ্রাসার সুপার মাও:বদরুল ইসলাম। রাবে জামাতের ছাত্র জাহিন আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যেমে সুচিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র শাখার নাজিম হাঃ আশিকুর রহমান,মাওঃ হাবিবুর রহমান,পূর্বজুড়ী ইউনিয়ন তালামীযের সভাপতি এমরান হুসাইন,সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইসলাম, শাখার প্রধানক্বারী হাফিজ ফরিদ আহমেদ, শিক্ষক মাওঃশিহাব উদ্দিন, হাফিজ আব্দুর রহমান, পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক মাছুম আহমদ। উক্ত অনুষ্টানে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অত্র শাখার ক্যাশিয়ার হাফিজ উদ্দিন, সহ-সভাপতি জাকারিয়া ইসলাম,আব্দুল কুদ্দুছ,ওয়ারিছ আলী, আব্দুল জলিল, খুরশিদ আলী, আব্দুল কাদির মতলিব, কাউছার আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
হোম
»
ফুলতলী সিলসিলার অন্যান্য সংবাদ
» দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট পুর্বজামকান্দি জামে মসজিদ শাখায় বিদায়ী অনুষ্টান সম্পন্ন