তালামীয নিউজ২৪ঃঃ 
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার
সভাপতি সাইফুর রহমান শুভ বলেছেন,
ইসলামে বলা হয়েছে,একজন মানুষকে হত্যা
করা মানে পুরো মানবজাতিকে হত্যা করা। কিন্তু
বর্তমানে ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিশ্ব ব্যাপী
জঙ্গীরা মাথা চাড়া দিয়ে উঠেছে।নির্বিচারে
গণহত্যা চালানো হচ্ছে।তারা মূলত ইসলামের
শত্রু। তাই সকল কে এসব জঙ্গী ও জঙ্গীবাদের
বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমরা হত্যা ও সন্ত্রাস চাইনা। চাই শান্তি। গতকাল
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর১৬' বিকালে
দক্ষিণ সুরমা উপজেলারস্থ সংগঠনের জালাল পুর
কার্যালয় দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের
২০১৬-২০১৭ সেশনের অভিষেক ও'জঙ্গিবাদ
ও সন্ত্রাস নয় সম্প্রীতিই ইসলামের শিক্ষা'
শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির
বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথা গুলু বলেন।
সংগঠনের দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি
এইচ এম খালেদ আহমদের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশার
পরিচালনায়।প্রধান বক্তার বক্তব্যে রাখেন
সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক
জাহেদুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য
রাখেন আরব আমিরাত আল ইসলাহ'র
সাংগঠনিক সম্পাদক দ্বিয়াউল হক রেজা,
দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ'র
সভাপতি হাফিজ ফয়ছল আহমদ,
সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল
আবেদীন,এ সময় উপস্থিত ছিলেন,
দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের
সহ সভাপতি সালেহ আহমদ শাহিন,
সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ,
প্রচার সম্পাদক বুরহান উদ্দিন,সহ প্রচার
সম্পাদক শামিমুল হক, অফিস সম্পাদক
হাফিয শিহাব উদ্দিন,অর্থ সম্পাদক মাহবুর
রহমান,প্রমুখ।
 
Top