তালামীয নিউজ ২৪ঃ
লন্ডন প্রতিনিধি ::হজ্বযাত্রীদের নিয়ে গতকাল ১
সেপ্টেম্বর বাদ মাগরিব ব্রিটেনের
ফুলতলী ইসলামিক সেন্টার
কভেন্ট্রিতে আলোচনা সভা ও মিলাদ
মাহফিলের আয়োজন করা হয়।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির
পরিচালক আলহাজ মো. জসিম উদ্দিনের
সভাপতিত্বে ও মো. গোলাম
কিবরিয়ার পরিচালনায় মাহফিলে
উপস্থিত ছিলেন ফুলতলী ইসলামিক
সেন্টার কভেন্ট্রির উপদেষ্টা মৌলভী
মো. মকবুল আলী, আলহাজ্ব এমাদ
উদ্দিন, মো. মুজাহিদ খান, প্রফেসর
আজিজুর রহমান, গোলাম হাফিয, মো.
কামরুল হক প্রমুখ।
ইশতিয়াক উদ্দিনের কোরআন
তেলাওয়াত ও আহলে মোহাব্বাহ
নাশিদ গ্রুপের মো. হানিফ উদ্দীনের
নাশিদ পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া
অনুষ্ঠানে হজযাত্রীদের মধ্যে উপস্থিত
ছিলেন মাওলানা আবুল হাসান, হাফিয
মাওলানা করিমুল ইসলাম, মো. নাজিম
উদ্দিন ও বাদশা মিয়া।
হজ্বযাত্রী হাফিয মাওলানা করিমুল
ইসলাম অনুভূতি ব্যক্ত করে বলেন,
আল্লাহ রাব্বুল আলামীনের নিকট
দোয়া করবেন তিনি যেন আমাদেরকে
হজ্বে মাবরুর নসিব করান। এবং মারা
যাবার পরে আল্লাহর রাসূলের যেন
আমাদের জন্য শাফায়াত করেন।
 
Top