তালামীয নিউজ ২৪:: সেপ্টেম্বর ১, ২০১৬ ::প্রবাসী দুই আল ইসলাহ নেতাকে সংবর্ধনা দিলো মৌলভীবাজার সরকারি কলেজ তালামীয। সাইপ্রাস আল ইসলাহ’র সভাপতি ও সাবেক সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হাফিয রুহুল আমিন, কাতার আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক শহর তালামীযের সভাপতি হাফিয দেলওয়ার হাসান সুমনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।গত ১ সেপ্টেম্বর বিকালে জেলা তালামীয কার্যালয়ে কলেজ সভাপতি শফিউল আলম জুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ, সাবেক জেলা তালামীযের সাধারণ সম্পাদক.বেলাল উদ্দিন কামরান, জেলা তালামীযের সাধারণ সম্পাদক এম.এ জলিল।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে হাফিয রুহুল আমিন ও হাফিয দেলওয়ার হাসান সুমনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ তালামীযের নেতৃবৃন্দ। পরে ক্রেস্ট দিয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়।এতে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর তালামীযের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির আল হাসান, সদর তালামীযের সভাপতি হাফিয জামাল আহমদ, মাহমুদ আলী, কাউছার আহমদ, মো. শাহজাহান, মিনহাজ উদ্দিন, জুবায়েদ আলী, ফজলু হাসান প্রমুখ।
 
Top