তালামীয নিউজ ২৪:: পবিত্র মাহে রমজানকে স্বাগতজানিয়ে মিছিল ওরমজানের সময়সূচী নির্দেশকক্যালেন্ডার প্রকাশকরেছে বিশ্বনাথ উপজেলা তালামীয। গতকাল ৪ঠা জুন শনিবারদুপুরে প্রথমে বিশ্বনাথ আলিয়ামাদরাসাকনফারেন্স হলে ক্যালেন্ডারেরপ্রকাশনা অনুষ্ঠানএবং পরে উপজেলা তালামীয ও আল-ইসলাহ’রব্যানারে মাদরাসা থেকে স্বাগতজানিয়ে মিছিলবের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষেবাসিয়াব্রীজে পথসভায় মিলিত হয়। সভায়বক্তারা বলেন,আমরা সরকারের প্রতিপক্ষ নয়, দেশ,জাতি, সমাজেরকল্যাণকামী। সরকারের প্রতি দৃষ্টিআকর্ষণ করেবলছি, জাতীয় শিক্ষানীতি ও শিক্ষাআইন বাতিলকরে বিজ্ঞ শিক্ষাবিদ ও দেশেরবিবেকবানআলেমগনের সমন্বয়ে শিক্ষানীতি ওশিক্ষা আইননতুন ভাবে তৈরী করুন। পাঠ্যসূচীথেকে নাস্তিক-মুরতাদ, ধর্মবিদ্বেষীদেরকবিতা-প্রবন্ধবাতিলকরুন। নতুবা দেশের নব্বই শতাংশমুসলমানের এগণবিক্ষোভ গণবিস্ফোরনে রূপান্তরিতহয়ে যাবে।ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করুন, নতুবাদেশের কৃষ্টিকালচার ধ্বংস হয়ে যাবে। দেশেরস্বাধীনতাস্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।উপজেলা শাখা সভাপতি মোঃ আবুলকাশেমেরসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানঅতিথির বক্তব্যদেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’রসভাপতিমাও. আখতার আলী । এসময় বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটিরবিশ্বনাথে রমজানকে স্বাগতজানিয়েতালামীযের মিছিল ও ক্যালেন্ডারপ্রকাশসভাপতি মাও. লুৎফুর রহমান ,মাও. লুৎফুররহমানগোয়াহরী, আল-ইসলাহ সাধারন সম্পাদকফয়জুলইসলাম, মাও. আব্দুল মুমীন ,মাও. ছাদিকুররহমান,মাওঃ আজিজুর রহমান।মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
 
Top