স্টাফ ড়িপোর্টারঃ কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কনস্টেবল সহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আটজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ ঘটে। নিহত কনস্টেবলের নাম জহিরুল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টায় শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসুদের হেলিকপ্টার আজিমুদ্দীন স্কুল মাঠে নামার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা ককটেল হামলা চালায়। এ সময় পাশে থাকা পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় সন্ত্রাসীদের গুলি ও ককটেল হামলায় কনস্টেবল জহিরুল নিহত ও দুই পুলিশসহ ছয়জন আহত হন। তবে শোয়াকিয়া মাঠে যেখানে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেখানে র্যাব, পুলিশ ও আনসারের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত আছে। ফলে সেখানে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি। তবে আজিমুদ্দীন স্কুল মাঠে সংঘর্ষের ঘটনায় শোলাকিয়ায় আগত মুসল্লিদের মধ্যে ভয়ভীতির সঞ্চার হয়।