তালামীয নিউজ ২৪:: গতকাল ১৯শে জুলাই, রোজ মঙলবার, বাদ
মাগরিব, উত্তর বাড়ন্তী দক্ষিণ পাড়া
হাফিজিয়া মাদরাসায় বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া
মৌলভীবাজার সদর উপজেলাধীন ৩নং
কামালপুর ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী
অনুষ্ঠিত হয়েছে। কামালপুর ইউনিয়ন
সভাপতি ও সদর উপজেলার সাংগঠনিক
সম্পাদক মুজিব আযহারের সভাপতিত্বে,
সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের
পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার
সরকারি কলেজ শাখার সভাপতি শফিউল
আলম জুবেল, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার
সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক
জুবায়েদ আলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র
কালামে পাক থেকে তেলাওয়াত করেন
কামালপুর ইউনিয়ন তালামীযের প্রচার
সম্পাদক আব্দুস সামাদ।
 
Top