তালামীয নিউজ ২৪:: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
মৌলভীবাজার সদর উপজেলার
১২নং গিয়াসনগর ইউনিয়ন শাখার অন্তর্গত কদুপুর আঞ্চলিক শাখার ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠান গত ১৪/০৭/২০১৬ ইংরেজী রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় জুবেদা খাতুন হাফিজিয়া মাদরাসা ও মক্তবের কনফারেনস হলে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাওছার আহমদ শিপনের পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন অত্র শাখার সহ প্রচার সম্পাদক রনি খাঁন না'তে রাসূল (সাঃ) ও শানে ফুলতলী (রহঃ) পরিবেশন করেন শাখার সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিহাদ আহমদ মাহিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার সাংঠনিক সম্পাদক মোঃ মজনু মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও শপথ বাক্য পাঠ করান
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক মজলুম ছাত্রনেতা শেখ এম এ কাদের আল হাসান।
এ ছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন
১২ নং ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি ও লতিফিয়া ইসলামী যুব সংঘ কদুপুরের সভাপতি হাফিয আলা উদ্দিন, বর্তমান সভাপতি মোঃ মামুনূর রশীদ, সাধারন সম্পাদক হাফিয সিরাজুল ইসলাম সুমেল প্রমুখ।
 
Top