তালামীয নিউজ২৪ :: গতকাল ১৪জুলাই ২০১৬ইংরেজী বৃহস্পতিবার বাদ
এশা নগরীর পাঠানটুলাস্থ লতিফিয়া
হিফযুল কুরআন মাদরাসা সিলেট-এর
উদ্দ্যেগে খতমে কুরআন, মিলাদ ও দু‘আ
মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয়
সভাপতি মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন
পাশার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ
আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা
মঈনুল ইসলাম পারভেজ। মাদরাসার
পরিচালক হাফিয নজীর আহমদ হেলাল এর
সভাপতিত্বে মাহফিলে এ সময় উপস্থিত
ছিলেন মাওলানা আজির উদ্দিন পাশার
পিতা জনাব মো: আব্দুর রহমান, মাদরাসা
পরিচালনা কমিটির সদস্য ও নর্থ ইষ্ট
ইউনিভার্সিটির লেকচারার নোমান আহমদ,
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা
সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, সহ
প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল
আহমদ, সিলেট মহানগর সভাপতি হুমায়ুনুর
রহমান লেখন, লতিফিয়া হিফযুল কুরআন
মাদরাসা সিলেটের সম্মানিত উপদেষ্টা
আলহাজ মো. হিরন খাঁন, বায়তুল মামুর
জামে মসজিদের সেক্রেটারি মো: তুরন
মিয়া চৌধুরী, সিলেট পশ্চিম জেলা
তালামীযের সাবেক সহ-সভাপতি তৌরিছ
আলী, মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা
জাহাঙ্গীর আলম মো: মামুনুর
রশীদ,মাওলানা মো: আখতার হোসেন, নগর
তালামীযের অর্থ সম্পাদক আরিফ
আহমদ, প্রশিক্ষন সম্পাদক শেখ মনোয়ার
হুসাইন, মাদরাসা পরিচালনা পরিষদের
সদস্য পিয়ার হাসান, ইমরান হুসাইন, মো:
শামস উদ্দীন, আতিকুর রহমান সাকের ও
মুহাম্মদ মঈন উদ্দিন খান প্রমুখ।
ছবি ক্যাপশন:- লতিফিয়া হিফযুল কুরআন
মাদরাসা সিলেট-এর উদ্দ্যেগে খতমে
কুরআন, মিলাদ ও দু‘আ মাহফিলে মুনাজাত
পরিচালনা করছেন বাংলাদেশ আনজুমানে
আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক
সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল
ইসলাম পারভেজ।
হোম
»
ফুলতলী সিলসিলার অন্যান্য সংবাদ
» আজির পাশার রোগমুক্তি কামনায় লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট-এ মিলাদ ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত