তালামীয নিউজ২৪ ::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, তালামীযে ইসলামিয়া বাতিলের বিরুদ্ধে আতংক হিসেবে কাজ করে,
তালামীয কর্মীরা আল্লামা ফুলতলী র. এর আদর্শঅনুস্বরন করে, এ দেশ লা মাযহাবীদের নয়।
তিনি আরও বলেন তালামীয কর্মীদের
সঠিক মত অনুস্বরন করে আগামীর দিকে এগিয়ে যেতে হবে,তালামীয কর্মীরা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে।
তিনি গত ১৪ই জুলাই বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে ঊপরোক্ত কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিয
হুসাইন মুহাম্মদ বাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয সাইফুর রহমান সজিব এর
উপস্তাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস সম্পাদক আখতার
হোসাইন জাহেদ, সিলেট (পুর্ব) জেলা সভাপতি
মুহাম্মদ উসমান গণি, সিলেট জেলা আল-ইসলাহ
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ, সিলেট (পুর্ব) জেলা তালামীযের সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ্ , ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সাধারণ সম্পাদক মাওলানা শামসুদদোহা খান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মারুফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক
সম্পাদক মুহাম্মদ শাহজাহান উদ্দিন, সহ-
সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, অর্থ সম্পাদক হাফিয হুসাইন আহমদ, অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম পুলক,
প্রশিক্ষণ সম্পাদক জাহাঙিগর আলম,
সহ-প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম, মাইজগাও উনিয়ন
তালামীযের সাবেক সভাপতি হাফিজুল
ইসলাম কুদ্দুছ, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন
শাখার সভাপতি একরাম উদ্দিন,
ফেঞ্চুগঞ্জ উপজেলা সদস্য আদনান রব, মোহাম্মদিয়া ফাযিল মাদরাসার ভি. পি রহমত আলি প্রমুখ।