তালামীয নিউজ ২৪ঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের
আওতাধীন
৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন তালামীযের ঈদ
পূণর্মিলনী অনুষ্টান
আজ -- ১৫ জুলাই ,,,
সকাল ৯.৩০ মিনিটে
অনুষ্ঠিত হয়...।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত
ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ সাংগঠনিক
সম্পাদক ছাত্রনেতা আব্দুল মালিক,
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত
ছিলেন- উপজেলা তালামীযের অর্থ সম্পাদক- ছাত্রনেতা
হোসাইন আহমদ,

অনুষ্টানে ৪নং উত্তর কুশিয়ারা ইউ/পি
তালামীযের সভাপতি- হাফিজ রেজাউল করিমের সভাপতিত্বে,, ও
সহ সভাপতি আব্দুল মুত্তালিবের পরিচালনায়-
শুরুতে পবিত্র
কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন, চাঁন্দপুর হাফিজিয়া ইবঃ
মাদ্রাসার ছাত্র ছালিক আহমেদ,,,
অনুষ্টানে আরও বক্তব্য রাখেন ---- ৪নং
উত্তর কুশিয়ারা ইউ/পি তালামীযের সাংগঠনিক সম্পাদক- জাবেল
আহমেদ,
নোঁয়াগাও আঞ্চলিক শাখা তালামীযের সভাপতি-খালেদ
হাসান,
সহ সাধারন সম্পাদক- হারুনুর রশীদ,
চান্দপুর আঞ্চলিক শাখার
সভাপতি-মোস্তাক আহমদ, সাধারন সম্পাদক- আকতার হোসেন,
সহ
সাধারন সম্পাদক- নাছির উদ্দীন, নারাইনপুর আঞ্চলিক শাখার সহ
সভাপতি-রহমত আলী নাইম, মান্দারখাল আঞ্চলিক শাখার-সাধারণ
সম্পাদক-নাজিম উদ্দীন,
প্রচার সম্পাদক- এমরান আহমদ,
ইউ/পি
তালামীযের প্রশিক্ষণ সম্পাদক-সাজিদুল ইসলাম এছাড়াও অন্যান্য
দের মধ্যে উপস্থিত ছিলেন,,জামিল আহমদ, করিম আহমদ,
আব্দুল কাদির মাসার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top