তালামীয নিউজ২৪ :: গতকাল শনিবার ২৩জুলাই দুপুর ১২ঘটিকার সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ‎ইছামতি‬ দারুল উলুম কামিল মাদ্রাসা শাখা ও হবিবিয়া ছাত্র সংসদের যৌত উদ্দ্যোগে সাপ্তাহিক  সেমিনার অনুষ্টিত হয়।

ইছামতি কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামিম সভাপতিত্বে ও মোহাম্মদ মাহতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী।
বক্তব্য রাখেন মাদ্রাসা তালামীযের  সভাপতি মোঃবুরহান উদ্দিন।মোঃআলী হুসেন,মোঃময়নুল ইসলাম,মোঃ ছালিক আহমদ,মোঃসাহাব উদ্দিন,ইয়াহিয়া আহমদ প্রমুখ
সেমিনারের শুরুতেই কালামে পাক থেকে তিলায়াত করেন,আব্দুল হামিদ।নাতে রাসুল পাট করেন,আয়নুল আহমদ।শানে ফুলতলী পাট করেন,রিজভী আহমদ।তারানায়ে তালামীয পাট করেন,হবিবিয়া শিল্পীগোষ্ঠী।
এসময় উপস্থিত ছিলেন,ছাত্র সংসদের দায়িত্বশীল বৃন্দ ,তালামীযের দায়িত্ব শীল ও কর্মী বৃন্দ।
 
Top