তালামীয নিউজ২৪ :: সন্ত্রাসী জঙ্গিদের সাথে ইসলাম ও মুসলমানদের কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসীদের কোনো ধর্মীয় পরিচয় নাই, এদের পরিচয় এরা সন্ত্রাস ।মানুষ হত্যা করে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়ায়ে কিরামের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ।আজ যারা মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইছেন এরা দেশ ও জাতির শত্রু এদের প্রতিহত করতে ছাত্র সমাজের ভুমিকা অপরিসীম,এদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ছাত্র সমাজকে (৬৯ ৫২ ও ৭১ এর মত) গন আন্দোলন গড়ে তুলতে হবে ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত"সন্ত্রাসবাদ দমনে ছাত্র সমাজের ভুমিকা'' শীর্ষক আলোচনা সভায় সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক আলী মুহাম্মদ ইউসুফ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

গতকাল ২৮ শে জুলাই ১৬ইং রোজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় স্থানীয় রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসামিলনায়তনে শাখা সভাপতি আনোয়ার আলম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বজলুররহমান হাবীব ও সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহ আলমের যৌথ পরিচালনায় অফিস সম্পাদক লোকমান আহমদের কালামে পাক থেকে তিলাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুস শাহাদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসাইন রসুলগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা ছদরুল আমীন মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ওমর ফারুক জগন্নাথপুর পুর্ব উপজেলা তালামীযের প্রচার সম্পাদক ছালেহ আহমদ ছালিকহাফিজ আব্দুল কাদির,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহীদ আবু ইউসুফ মোহাম্মদ গোফরান হাফিজ জুবায়ের আহমদ সালমান আহমদ আব্দুল বাকী হামজা আব্দুল মাজেদ মোহাম্মদ আলী আবুল বাশার তরিকুল ইসলাম হাফিজ আসাদুল্লাহ রাফু মিঁয়া প্রমুখ ।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।