তালামীয নিউজ ২৪ঃ
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহঃ)  এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার আওতাধীন বড়লেখা ডিগ্রি কলেজ শাখার ২০১৬-১৭ সেশনের কাউন্সিল  আজ ২৮ জুলাই রোজ বৃহঃবার বড়লেখা উপজেলা তালামীযের কার্যালয়ে অনুষ্টিত হয়।
সদ্য বিদায়ী  সভাপতি রুহুল আমিন রুহেলের সভাপতিত্বে ও রেদ্বওয়ান হোসেন জাহাঙ্গীর এর পরিচালনায়
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আনজুমানে আল ইসলাহ বড়লেখা উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাষ্টার নাজিম উদ্দিন
প্রধান নির্বাচন
কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
তালামীযের সভাপতি মো:জয়নুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা তালামীযের সহ সভাপতি শাহিন উদ্দিন,
উপজেলা তালামীযের সাধারন সম্পাদক মিছবাহ
উদ্দিন জেবলু ও বিভিন্ন আঞ্চলিক শাখা,কলেজ শাখার
নেতৃবৃন্দ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির
বক্তব্যে বলেন অলী আউলিয়ার উত্তরসূরিরা ও আহলে
সুন্নাত ওয়াল জামাতের অনুসারিরা কখনো জঙীবাদ হতে
পারে না।তারা সব সময় সত্য ও সৎ পথের দিশা দেখায়।
পরে সর্ব সম্মতিক্রমে
রেদওয়ান হোসেন জাহাঙ্গীরকে সভাপতি ও জাকির
হোসেন কে সাধারন সম্পাদক নির্বাচীত করে ৩১ সদস্য
বিশিষ্ট কমিটি করা হয়
 
Top