স্টাফ রিপোর্টার ঃ
মৌলভীবাজারে জামিয়াতুল মোদার্রেছীনের
নেতৃবৃন্দ বলেছেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের
সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বের
বিভিন্ন রাষ্ট্রে জঙ্গি হামলা হচ্ছে। এতে
মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বিরা জড়িত।
ইসলাম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করে
না। যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে
তারা প্রকৃত মুসলমান নয়। ইসলামে মানুষ হত্যা
কবিরা গুনাহ। মানুষের জান মালের নিরাপত্তা
দেয়াই ইসলামের বিধান। রাজধানীর গুলশানের
হলি আর্টিজান রোস্তোরাঁ ও শোলাকিয়া
জঙ্গি হামলা প্রমাণ করেছে, এ দেশের
মাদরাসা ছাত্ররা জঙ্গিবাদে জড়িত নয়।
আজ ২৭ আগস্ট শনিবার বাংলাদেশ জামিয়াতুল
মোদার্রেছীন মৌলভীবাজার জেলা শাখার
উদ্যোগে শহরের শাহ মোস্তফা দরগা পয়েন্টে
অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধীমানববন্ধনে
বক্তারা এ কথাগুলা বলেন।

জামিয়াতুল মোদার্রেছীন মৌলভীবাজার
জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল
কাইয়ুম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক উপাধ্যক্ষ মুফতি মাও. শামছুল ইসলামের
পরিচালনায় মানববন্ধনে প্রধান অথিতির
বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল
মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব
অধ্যক্ষ মাও. মনোওর আলী, কেন্দ্রীয় সহকারী
মহা সচিব অধ্যক্ষ মাও. নোমান আহমদ চৌধুরী,
প্রচার সম্পাদক মাও. ময়নুল ইসলাম পারভেজ,
অধ্যক্ষ. মাও. সরওয়ারে জাহান, জেলা
জমিয়তের অন্যতম নেতা মাও. আব্দুল আলীম,
মাও. সৈয়দ ইউনুস আলী, অধ্যক্ষ মাও. মোস্তাক
আহমদ চৌধুরী, অধ্যক্ষ মাও. বশির আহমদ,
অধ্যক্ষ মাও. শামছুল ইসলাম, মাও. মুহিবুর রহমান,
মাও. আরমান আলী, মাও. ইলিয়াছ হুমায়দী, মাও.
আব্দুল মুক্তাদির, মাও. ওহিদুজ্জামান আহমদ
তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাও.
মুজিবুর রহমান, রাজনগর উপজেলা সভাপতি মাও.
আব্দুর রব, কুলাউড়া উপজেলার মাও. মুখলিছুর
রহমান, কমলগঞ্জ উপজেলার মাও. শামছুল হক
প্রমুখ।
 
Top