তালামীয নিউজ২৪ঃবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া হবিগঞ্জ জেলা শাখার  নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ২৭ আআগষ্ট শনিবার পইল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা তালামীযের নব গঠিত কমিটির
নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান
কেন্দ্রীয় সভাপতি।
জেলা তালামীযের নবনির্বাচিত সভাপতি মোঃ সিরাজুল
ইসলামের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মোঃ মুবাশ্বির হোসাইন
চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অভিষেকে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
তালামীযের কেন্দ্রীয় সভাপতি
মুহতারাম মোঃ ফখরুল ইসলাম
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আল ইসলাহ’র
সাবেক সভাপতি ও হবিগঞ্জ সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান
আলহাজ্ব সৈয়দ আহমদুল হক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি
মোহাম্মদ শরীফ উদ্দিন,
অর্থ সম্পাদক হাফেজ কাউছার আহমেদ,
সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ
লিয়াকত আলী তালুকদার,
 কেন্দ্রীয় সিনিয়র সদস্য এম এ মুহিত রাসেল,
সাইফুর রহমান চৌধুরী শিপু।

তালামীযের কেন্দ্রীয় সভাপতি মোঃ ফখরুল ইসলাম
বলেন, জঙ্গিরা দেশ ও জাতির শক্র।
এদের বিরুদ্ধে তালামীযের
নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, বর্তমান সমাজের অনেক
শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিপদগামী
হচ্ছে। তাদের ইসলামী আদর্শে
অনুপ্রাণিত করতে তালামীযের
নেতাকর্মীদের মূখ্য ভূমিকা পালন করতে
হবে।

আলোচনা সভা শেষে হবিগঞ্জ
জেলা আল ইসলাহ সভাপতি হবিগঞ্জ
আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা
ফরিদ উদ্দিন আহমেদের মাতা, আল ইসলাহ
নেতা মাওলানা আলাউদ্দিন আখঞ্জি ও
কেন্দ্রীয় সভাপতির পিতার রূহের আত্মার
মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন
করে মোনাজাত পরিচালনা করেন
কেন্দ্রীয় সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
 
Top