তালামীয নিউজ২৪ঃ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) হাতেগড়া  ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার ২০১৬-১৭
সেশনের কাউন্সিল গতকাল মঙ্গলবার উপজেলার
লতিফিয়া ক্যাডেট মাদ্রাসার হলরুমে উপজেলা
সভাপতি সালেহ আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মুহাম্মদ আব্দুল আমীন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান
শুভ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রচার সম্পাদক হাফিজ শাকির আহমদ
আহমদ চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান
সময়ে ইসলামের নামে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে
জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের নামে উগ্রপন্থী ওহাবী
মতাদর্শি সালাফীরা ইসলামের নামে সমাজে
বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা শুধু নিজেদেরকেই
মুসলমান মনে করে, আর তাদের মতাদর্শ বিরুদ্ধে যারা
তাদের কে মুসলমান মনে করেনা। হত্যা,বোমাবাজি কে
তারা জায়েজ মনে করে, এমনকি ইসলামের বিভিন্ন
আমলের ক্ষেত্রেও এরা সবার মাঝে বিভ্রান্তি সৃষ্টি
করছে। ইসলাম ও মুসলমানের ক্রান্তিকালে ছাত্রসমাজ
কে জঙ্গিবাদ থেকে দূরে রেখে তালামীযে
ইসলামিয়ার কর্মিদের কালজয়ী ভুমিকা পালন করতে
হবে।

অনুষ্টানে বিশেষ অতিথি ওসমানীনগর আল-ইসলাহ’র
সাধারণ সম্পাদক মাওলানা এম এ রব বলেন, আদর্শ
ভিত্তিক ছাত্র রাজনীতির অনুপম মডেল তালামীযে
ইসলামিয়া ১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন
তথাকথিত নামধারী মুসলমান উগ্র জঙ্গিগোষ্ঠী
ওহাবী,মউদুদী আকিদাপন্থির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
পীর আউলিয়ার এই বাংলাদেশে একমাত্র তালামীযের
কর্মিরা জঙ্গিবাদীদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে।
তাই আসুন আমরা সকল ছাত্রসমাজ মিলে এই উগ্রপন্থীর
বিরুদ্ধে গনসচেতনতা তৈরি করি, কোরআন-সুন্নাহ
ভিত্তিক আদর্শ সমাজ গড়ে তুলার পাশাপাশি ইসলাম
নামধারি মুনাফিকদের থেকে ও ছাত্রসমাজকে রক্ষার
লক্ষে কাজ করি।

তালামীযের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান আহমদ
বলেন, সন্ত্রাসের কোন ধর্মীয় ভিত্তি নেই, নেই কোন
ব্যাক্তিইজম।আর সমাজে ফিতনা সৃষ্টি হত্যার চাইতেও
মারাত্মক। ইসলামের দৃষ্টিতে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী
নির্বিশেষে সব মানুষের প্রাণ, সম্পদ, মর্যাদা অত্যন্ত
পবিত্র। বিনা কারণে মানুষ হত্যা করা হারাম। মানুষ
হত্যাকারীরা জাহান্নামী। কাজেই ইসলাম ও
মুসলমানের দুশমনদের বিরুদ্ধে তালামীয কর্মিদের
অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সাবেক
সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হফিজ জুবায়ের আহমদ রাজু,
জেলা সদস্য আজাদুল ইসলাম, আল ইসলাহ নেতা কাজি
দিলাল আহমদ, কারী সোইটির অফিস সম্পাদক সৈয়দ
মুবাশ্বির আলী, উপজেলা তালামীযের সাবেক সভাপতি
আছাব আলী, হাফিজ আজাদ আলী, রাজনগর থানা
তালামীযের সভাপতি গৌছুজ্জামান, আল ইসলাহ নেতা
খোকুনুজ্জামান, হাফিজ দিদার আহমদ, আব্দুল ওয়াদুদ,
ওয়ালিউর রহমান, আবুল ফজল মো: তোহা প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান কাউন্সিলর বিশেষ
কারণে কাউন্সিল স্থগিত করার ঘোষনা দেন এবং অতপর
মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
 
Top