তালামীয নিউজ ২৪::রাসুল (সা.) এর ৩৯তম বংশদর জেদ্দা শরীফের সায়্যিদ হাবিব ওমর আল হাবশী বলেছেন, আল্লাহর ওলীরা তাদের আধ্যাতিক ক্ষমতাবলে অনেক দূরের বস্তু দেখতে পান। তারা দূর থেকেও মানুষকে সাহায্য করতে পারেন। হযরত ওমর (রা.) মসজিদে নববীতে খুতবা প্রদানকালে পাহাড়ের পাদদেশের সাহাবা সৈনিকদের ইয়া সারিয়াল জাবাল বলে শত্রুবাহিনীর কাছ থেকে সতর্ক করেছেন।গতকাল ২০ আগস্ট ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকে কতৃক আয়োজিত মিলাদ শরীফ ও শোকরানা মাহফিলে বক্তৃতা প্রদানকালে তিনি এ কথাগুলো বলেন।ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের পরিচালক আলহাজ্ব জসিম উদ্দীনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে তিনি আরো বলেন, লোকজন আমাদেরকে রাসুল (সা.) এর খান্দান হিসেবে মহব্বত করে থাকেন। ব্রিটেনে আসলে বাংলাদেশের শায়েখ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.)’র অনুসারী ও ভক্ত মুরিদরা আদর আপ্যায়ণ করান। তিনি সকলের প্রতি শোকরিয়া আদায় করেন।সায়্যিদ হাবিব ওমর আল হাবশীর আগমন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের উপদেস্টা মৌলভী মকবুল আলী, আলহাজ্ব এমাদ উদ্দীন, পরিচালক আলহাজ্ব হাফিয সাব্বির আহমদ, আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া, আলহাজ্ব মুজাহিদ খান, মাও. মাহতাব আহমদ, মাও. আ. শহীদ। ব্রিটেনে উনার সাথে সফরসঙ্গী হিসেবে আছেন আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব নিকাইল মালা।অনুষ্ঠানে ইসলামি নাশিদ পাঠ করেন, আহলে মোহাব্বাহ নাশিদ গ্রুপের শিল্পী ক্বারী মো. গোলাম মাহফুজ, মো. হানিফ উদ্দীন, মো. নামির খান।
 
Top