তালামীয নিউজ২৪ঃগত ২০ অাগষ্ট শনিবার সন্ধ্যা ০৭.০০ঘটিকায় ভাটেরা ইউনিয়ন তালামীযের স্থায়ী কার্যালয়ে উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা অাল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.) এর হাতে গড়া সংগঠন সুন্নী
অান্দোলনের দূর্বার ছাত্র কাফেলা বাংলাদেশ
অানজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলার আওতাধীন  ভাটেরা ইউনিয়ন শাখার ২০১৬-২০১৭ সেশনের কাউন্সিল অধিবেশন
অনুষ্ঠিত হয়।
শাখার বিদায়ী সভাপতি(ভারপ্রাপ্ত)জুয়েল আহমদের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- মোঃ ইসমাইল হাসান
সাকিল এর পরিচালনায় মারুফ অাহমদ জুয়েলের কুরঅান
তেলাওয়াত এবং হাবিবুর রহমান সিদ্দিকীর না,তে রাসুল
(সাঃ)পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া নির্বাচনী সভায়
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন
কুলাউড়া উপজেলা তালামীযের অাহব্বায়ক মোঃ
নুরুজ্জামান রাসেল, সহ কারী নির্বাচন কমিশনার
হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম অাহব্বায়ক সাহেদ অাহমদ
এবং সদস্য সচিব মোঃআব্দুস সামাদ আজাদ।

মোঃ ইসমাইল হাসান সাকিলকে সভাপতি ও হাফিজ
মোঃবাবলু আহমদকে সাধারণ সম্পাদক এবং হাফিজ
মোঃ আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক
নির্বাচিত করে ৫৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি
ঘোষনা করা হয়।

উক্ত নির্বাচনী সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্তিত
ছিলেন বাংলাদেশ অানজুমানে অাল-ইসলাহ ০৩ নং
ভাটেরা ইউনিয়ন শাখার সভাপতি কাজী মাওলানা
মোঃ শাতির খান,সাধারণ সম্পাদক হাফিজ হিফজুর
রহমান সিদ্দিকী।
এছাড়া আরো উপস্তিত ছিলেন ভাটেরা ইউনিয়ন আল
ইসলাহর সহ সভাপতি মাওলানা মোঃ সদর উদ্দীন
সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক মো ইলিয়াছ
আলী,আনজুমানে আল ইসলাহ কাতার কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,কুলাউড়া
উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মোঃ
বদরুল আমিন,ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সহ সাংগঠনিক
সম্পাদক সুহেল আহমদ,প্রচার সম্পাদক মাওলানা রায়হান
আহমদ প্রমুখ।
 
Top