সড়ক দূর্ঘটনায় নিহত আল্লামা আব্দুল মুকিত মঞ্জলালী একাডেমীর দাখিল দশম শ্রেণীর ছাত্র, এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলাম ইউপি শাখার সাবেক সহ সভাপতি হাফিজ আলালের জন্য গত ২০ আগষ্ট সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় এক শোক সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।উক্ত শোকসভায় হাফিজ আলালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাফিজ আলাল উদ্দিনের বড়ভাই বেলাল উদ্দিন ও সাইপ্রাস্থ তার বন্ধুমহল। উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট সোমবার বিকেল ৩টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক নামক স্থানে অটোরিক্সা (সিএনজি)র সাথে
 মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক আলাল উদ্দিন ও কামরান গুরুতর আহত হন এবং সিএনজি’র দু’যাত্রী সামান্য আহত হন। আহত আলাল ও কামরানকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আলালকে মৃত্যু ঘোষণা করে।


 
Top