কামাল বাজার আলিম মাদরাসা ফাযিল (বি.এ) পর্যায়ে উন্নীত হওয়ায় শোকরানা ও অভিভাবক সমাবেশ পরিণত হয় গুণীজনদের মিলনমেলায়। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি একেএম মনোওর আলীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সুচিত হয় অনুষ্ঠান। ৯ জানুয়ারী সোমবার মাদরাসা মাঠে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ মুরব্বী সমাজসেবী আলহাজ্ব আব্দুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন শিল্পপতি সমাজসেবী ও দানবীর আলহাজ্ব এম এ হাসিম।
মাদরাসার প্রভাষক কামরুজ্জামান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোহাম্মদ নুমান, মুল্লারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া, মাদরাসা গভর্নিং বডির সাবেক সভাপতি মাওলানা বুরহান হোসাইন, সমাজসেবী মাওলানা মোঃ তৈয়বুর রহমান, বিশ্বনাথ ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ, এলাহাবাদ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের মোহাম্মদ হোসাইন, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহিদ সারো, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, ছহিফাগঞ্জ দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুর রউফ, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নজমুল ইসলাম, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া,দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা,
মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, নূরে মদীনা অর্গানাইজেশন ইউ.কের জয়েন্ট সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, অলংকারী পৌদনাপুর বি,এস হাফিজিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আজিজুর রহমান, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজম আলী, মাওলানা রজব আলী,মাদরাসা প্রভাষক মাওলানা হাবিবুর রহমান,পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ বশির মিয়া।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি আফজল খান সিরাজী এবং নাতে রাসুল সা. পেশ করেন আল মুনাওয়ার শিল্পীগোষ্ঠীর শিল্পিরা।
প্রধান বক্তার বক্তব্যে দানবীর আলহাজ্ব এম এ হাসিম বলেন, কামাল বাজার আলিম মাদরাসা ফাযিল (বি.এ) পর্যায়ে উন্নীত হওয়ায় এলাকাবাসী আজকের শোকরানা মাহফিলকে পরিণত করেছেন একটি স্বতস্ফুর্ত মিলনমেলায়। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় অত্র মাদরাসায় অনার্স কোর্স চালু এবং কামিল পর্যায়ে উন্নীত হবে ইনশাআল্লাহ। মাদরাসার একাডেমীক ভবন বর্ধিত করণ ও নতুন বিল্ডিংয়ের জন্য ভুমির ব্যবস্থাসহ সার্বিক সমস্যা সমাধানে এলাকাবাসী প্রবাসী ও বিত্তবানদের সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে মাদরাসাকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করতে অগ্রণী ভুমিকা রাখায় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে মাদরাসা গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এলাকার মুরব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোহাম্মদ নুমান।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook