তালামীয নিউজ২৪ঃবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ-সাধারণ
সম্পাদক দুলাল আহমদ বলেছেন, তালামীযের কর্মীরা
ইসলামের মৌলিক আকিদাকে বুকে লালন করে আল্লাহর
দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে
যাচ্ছে। অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ এই পৃথিবীতে শান্তির সমাজ
প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের পরিবর্তে কলমের
রাজনীতি প্রতিষ্ঠিত করতে দিনরাত তালামীযের কর্মীরা শ্রম
দিয়ে যাচ্ছে।

তিনি শুক্রবার বিকাল ৩টায় সিলেট মহানগরের ২৫নং ওয়ার্ড শাখার
প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- তালামীযে ইসলামিয়ার
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজতবা হাসান
চৌধুরী নুমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর তালামীযের
সভাপতি এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,
সহ-অফিস সম্পাদক মারুফ আহমদ।
ওয়ার্ড শাখার সভাপতি তায়েফ আহমদের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক আরিফ হোসাইন সামাদের পরিচালনায় অনুষ্ঠানে
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি উজ্জল আহমদ,
সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, সহ সাংগঠনিক নাজমূল হোসেন
রাসেল, মকসুদ আলী অপুল, আমজাদ হোসাইন, তানভীর
মাহমুদ, সাকির হোসেন, হাতিম আহমদ, উমর ফারুক, সানী আহমদ
প্রমুখ।
 
Top