তালামীয নিউজ ২৪ঃঃগত ২৩/০৮/১৬ রোজ মজ্ঞল বার ইংল্যান্ডে দারুল হাদিস লতিফিয়ায় দারুল কিরাতের পুরস্কার বিতরনী ও সমাপনী মাহফিল সম্পন্ন হয়েছে ।উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (সা.) হযরত সাইয়্যিদ ওমর আল হাবসী ছাহেব (জেদ্দা)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক হযরত মাওলানা কবি রূহুল আমীন খান,আল ইসলাহ ইউকের মুহতারাম সভাপতি হযরত মাওলানা মো. আব্দুল জলিল, দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল,আল ইসলাহ ইউকে এর সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীসহ আরো অতিথিবৃন্দ।
এবার দারুল হাদিস লতিফিয়া শাখায় দারুল কিরাতের ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৪০০ শত জন। শুধু ছাদিছ জামাতে ৬৯ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে।
হোম
»
ফুলতলী সিলসিলার অন্যান্য সংবাদ
» ইংল্যান্ডে দারুল হাদিস লতিফিয়ায় দারুল কিরাতের পুরস্কার বিতরনী ও সমাপনী মাহফিল সম্পন্নঃ