স্টাফ রিপোর্টার ঃ উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা
হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী
ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া
ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া দেওয়ান বাজার উপি
শাখার ২০১৬-২০১৭ সেশনের কাউন্সিল
সম্পন্ন
হয়েছে।
গতকাল ২৬/ ০৮ /১৬ ইং শুক্রবার বেলা ২
টায়
হোসেন পুর আফছার আলী সাহেবের
বাড়িতে
কাউন্সিল ও অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত
হয়।
এতে
প্রধান নিবার্চন
কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন
বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া'
বালাগনজ উপজেলা শাখার সভাপতি
হাঃ ইমন
আহমদ।
সহকারী নির্বাচন
কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন
বালাগন্জ উপজেলা শাখার সাধারণ
সম্পাদক মোহাম্মদ জুনেদ আহমদ, বিষেশ
অথিতি বালাগনজ উপজেলা শাখার
সহঃ সাধারণ
সম্পাদক জয়নাল আবেদিন,
প্রচার সম্পাদক হাফিজ সিহাব আহমদ।
বিদায়ী
সভাপতি মো: আফছার আলীর
সভাপতিত্বে
কাউন্সিলে
সর্বসম্মতিক্রমে
নতুন কমিটি ঘোষনা করা হয় মো: জুনেদ
আহমদ
সভাপতি ও মোঃ তারেক আহমদ
সাধারণ সম্পাদক মনোনীত করে ২৯সদস্য
বিশিষ্ট ২০১৬-১৭ সেশনের নতুন
কার্যকরী
কমিটি ঘোষণা করা হয়।কমিটির
অন্যান্য
দায়িত্বশীল হলেন- সহ-সভাপতি-
মোঃ আফছার আলী,
বখতিয়ার, সহ-সাধারণ সম্পাদক,এহছান
উদ্দীন,সাংগঠনিক সম্পাদক- কালাম
আহমদ,
সহ-সাংগঠনিক সম্পাদক- বাছিত
আহমদ,প্রচার
সম্পাদক- আল আমিন, সহ-প্রচার সম্পাদক-
মোঃ তরিকুল ইসলাম ,অর্থ
সম্পাদক- তারোক আহমদ অফিস সম্পাদক-
বাবলা,
সহ- অফিস সম্পাদক-সালমান আহমদ,
প্রশিক্ষণ সম্পাদক-
ইমাদ আহমদ,সহ-প্রশিক্ষণ সম্পাদক-
রেদওয়ান আহমদ,
শিক্ষা
ও সাংস্কৃতিক সম্পাদক-
আবদাল হোসেন,সহ-শিক্ষা ও
সাংস্কৃতিক
সম্পাদক-।
নির্বাহী সদস্য-
মোঃ দিলওয়ার আহমদ,মিসবাহ উদ্দিন,
জামিল আহমদ,
প্রমুখ।