তালামীয নিউজ২৪ঃপ্রতি বছরের ন্যায় এবারো বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পপলার সেন্ট্রাল মসজিদের দারুল ক্বিরাত কোর্স ২০১৬। গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া মাস ব্যাপী দারুল ক্বিরাত কোর্স শেষে
সমাপনি অনুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার মসজিদের মেইন হলে।
এসময় বক্তারা বলেন, প্রত্যেক মুসলমানের জন্য কুরআন
শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা আবশ্যকীয় কর্তব্য।
কেননা, বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া নামায শুদ্ধ হয় না। আর নামায হচ্ছে সকল
ইবাদতের মূল।
২৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে পপলার সেন্ট্রাল মসজিদে ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট এর সেলেবাসভূক্ত দারুল ক্বিরাত কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ছাড়াও তাদের অভিভাবক, কমিউনিটি ব্যক্তিবর্গ ও
মুসল্লিগন উপস্থিত ছিলেন। সমাপনী সভায় সভাপতিত্ব করেন উক্ত
সেন্টারের প্রধান ক্বারী মুফতি মাওলানা ইলিয়াস হোসেন।
মাওলানা ফয়সল আহমদ ও ক্বারী শেখ মনোয়ার হোসেন এর
যৌথ পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল ক্বেরাত
কেন্দ্রের নাজিম ইমাম ও খতিব হাফিজ আব্দুল শহিদ, মসজিদ কমিটির
সেক্রেটারী আব্দুল মুমিন, ট্রেজারার হাজী কবির মিয়া। উক্ত
সেন্টারে শিক্ষকতা করেন ক্বারী সাজ্জাদুর রহমান, ক্বারী
মাওলানা আবু বকর, ক্বারী আব্দুল মুহিত, ক্বারিয়া তাহমিনা, ক্বারিয়া খাতিজা,
ক্বারিয়া আনোয়ারা, ক্বারী ইসহাক, ক্বারী হামিম, ক্বারী সাইদুল।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মসজিদ
কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, ট্রেজারার হাজী কবির মিয়া সহ
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ছাত্র/ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও
পুরস্কার তুলেদেন অতিথিগন।
উল্লেখ্য এবারের দারুল ক্বেরাত কোর্সে ১৩জন শিক্ষকের
মাধ্যমে ১২৫জন ছাত্র-ছাত্রীদের জামাতে সূরা থেকে
জামাতে খামিছ পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার গৌছ মিয়া,
মো: আশরাফ, হাজী সানা মিয়া, আমির হোসেন, খালিস মিয়া, তাহিদ
মিয়া, মাওলানা সিরাজ উদ্দিন প্রমুখ।