তালামীয নিউজ ২৪:: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী
ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার আওতাধীন জায়ফর নগর সদর ইউনিয়ন তালামীযের ২০১৬-২০১৭ সেশনের কাউন্সিল সম্পন্ন।
আজ ২৬/ ০৮ /১৬ ইং শুক্রবার সকাল ৯ ঘঠিকায় জায়ফর নগর উচ্চ বিদ্যালয় হল রুমে  কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার  হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া  জুড়ী উপজেলা'র  সভাপতি এম এ মকসুদ জুনেদ,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আইনুদ্দীন আলী, সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আরিফ, প্রচার সসম্পাদক হা: জামাদুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান পাবেল,সদস্য আল মাহমুদ জিলান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে
আবু সাঈদ শরীফকে সভাপতি ও সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত  করে ২৯ সদস্য বিশিষ্ট ২০১৬-১৭ সেশনের নতুন কার্যকরী
কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য
দায়িত্বশীল হলেন- সহ-সভাপতি-হাঃ মাহমুদুর রহমান তারেক,তারেকুল ইসলাম,আব্দুর রব,
সহ-সাধারণ সম্পাদক,
জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক-হাফিজ নাজিম উদ্দিন,সহ-সাংগঠনিক
সম্পাদক-জুবেল আহমদ,প্রচার সম্পাদক- শামসুল ইসলাম,
সহ-প্রচার সম্পাদক-সুনাম উদ্দিন ,অর্থ সম্পাদক-ফখরুল ইসলাম, অফিস সম্পাদক-আশরাফুল ইসলাম রাহি,
সহ- অফিস সম্পাদক-সারওয়ার আহমদ , প্রশিক্ষণ সম্পাদক-রেদ্বওয়ান আহমদ,   সহ-প্রশিক্ষণ সম্পাদক-কাওছার আহমদ জোসেফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-বদরুল ইসলাম, সহ-শিক্ষা ও
সাংস্কৃতিক সম্পাদক-সাব্বির আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-জামাল হোসেন, সহ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক-সামির আহমদ,
সদস্য-
আব্দুর রাজ্জাক,সানজেদুল ইসলাম,সাইদুল ইসলাম,মামুন আহমদ,শাহান আহমদ,কামরুল ইসলাম প্রমুখ।
 
Top