বক্তব্য রাখছেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রিয় সভাপতি মাওলানা বেলাল আহমদ

তালামীয নিউজ২৪:: আনজুমানে তালামীযে
ইসলামিয়ার সাবেক কেন্দ্রিয় সভাপতি মাওলানা বেলাল আহমদ বলেছেন, যারা দ্বীন ইসলামের পরিপূর্ণ আদর্শের মাধ্যমে নিজের জীবনকে
অতিবাহিত করেছেন তারা ইন্তেকালের পরেও মানুষের মাঝে আপন মহিমায় বেঁচে থাকেন। তাদের কর্মের ফল জীবিতরাও উপভোগ করে।
তাদের অবদান জাতি চিরদিন স্মরন করে। তালামীযের কেন্দ্রিয় সভাপতি ফখরুল ইসলামের পিতা ও আল ইসলাহ নেতা শহীদ আখঞ্জি সহ যারা আমাদের কাছ থেকে পরপারে পাড়ি দিয়েছেন তাদের কাছ থেকে সমাজ অনেক কিছু
শিখতে পেরেছে। আমরা তাদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করি।
তিনি ১৭ আগষ্ট বুধবার বিকেলে
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যেগে সংগঠনের কেন্দ্রিয় সভাপতি ফখরুল
ইসলামের পিতা মো: আনোয়ার আলী, যুক্তরাস্ট্রে সন্ত্রাসী হামলায় নিহত আল ইসলাহ
নেতা শহীদ মাওলানা আলা
উদ্দিন আখঞ্জি,দক্ষিণ সুরমার
সিলাম ইউনিয়ন তালামীযের
সহ সভাপতি হাফিজ আলাল
উদ্দিন ও বালাগঞ্জের
দেওয়ানবাজার ইউনিয়ন
তালামীযের সাংগঠনিক
সম্পাদক সাদিকুর রহমান
সেবুলের রুহের মাগফিরাত
কামনায় খতমে কুরআন ও দোয়া
মাহফিলে প্রধান অতিথির
বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন।
সিলেট মহানগর তালামীযের
সভাপতি এনাম উদ্দিন আহমদের
সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক মাহবুবুর রহমান
ফরহাদের পরিচালনায় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন- আনজুমানে আল ইসলাহ
সিলেট মহানগরীর অর্থ
সম্পাদক মাওলানা জইন উদ্দিন,
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ
ইয়াকুবিয়া কামিল মাদরাসার
সহকারী শিক্ষক মাওলানা
আজিজুর রহমান।
মহানগরীর প্রচার সম্পাদক
আরিফ আহমদের কুরআন
তেলাওতের মাধ্যমে সূচিত
সভায় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন সিলেট
মহানগরীর সহ সভাপতি শেখ
শফি উদ্দিন, সাংগঠনিক
সম্পাদক আব্দুস সামাদ আজাদ,
অর্থ সম্পাদক আব্দুল আজিম
ফারহান, অফিস সম্পাদক শেখ
মনোয়ার হোসেন, সহ অফিস
সম্পাদক মারুফ আহমদ, সহ তথ্য ও
প্রযুক্তি সম্পাদক আলী আহমদ
চৌধুরী, সদস্য আ্ব্দুল্লাহ আল
কবির, পিয়ার হাসান, আতিকুর
রহমান, তাজুল ইসলাম, হোসাইন
আহমদ প্রমুখ।
 
Top