“আল্লামা শাহ্ আলাউদ্দিন আখঞ্জীর জানাজার নামাজ সিলেটের হবিগঞ্জে কেন্দ্রীয় শাহী ঈঁদগাহে বৃহস্পতিবার ১৮আগস্ট বিকাল (৩:৩০) মিনিটের সময় ও চুনারুঘাটের আমুরোড ঈদগাহ ময়দানে একই দিন বিকাল (৫:৩০) মিনিটে অনুষ্ঠিত হবে”

তালামীয নিউজ২৪ ::আনজুমানে আল ইসলাহ নেতা,আমেরিকার নিউইয়র্ক
ওজোন পার্কের আল ফোরকান জামে
মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম
আল্লামা শাহ আলাউদ্দিন
আখঞ্জীর মৃতদেহ নিজবাড়ী
হবিগঞ্জের চুনারুঘাট আহম্মদাবাদ
ইউনিয়নের গোছাপাড়া গ্রামে দাফন
করা হবে।নিহত সহযোগী তারা মিয়াকে
নিউইয়র্কেই দাফন করা হয়।

চুনারুঘাটের আমুরোড থেকে নিহতের
সহোদর ভাতিজা বিভিন্ন
এম এস জিলানী আখনজী জানান, আমেরিকার
নিউইয়র্কে তার চাচা মরহুম
 শাহ্ আলাউদ্দিন
আখঞ্জীর প্রথম জানাজার নামাজ
সম্পন্ন হয়েছে। পুলিশ পরিবারের
কাছে তার লাশ হস্তান্তর করেছে।
আগামী ১৮ই আগষ্ট রোজ
বৃহস্পতিবার সকাল ৮.৪০ মিনিটে তার
লাশ ঢাকাতে পৌঁছাবে।
উল্লেখ্য, মরহুম আল্লামা শাহ্
আলাউদ্দিন আখঞ্জীর জানাজার
নামাজ বাংলাদেশের সিলেট
হবিগঞ্জের কেন্দ্রীয় শাহী
ঈঁদগাহে বৃহস্পতিবার বিকাল (৩:৩০)
মিনিটের সময় ও চুনারুঘাটের
আমুরোড ঈদগাহ ময়দানে একই দিন
বিকাল (৫:৩০) মিনিটে অনুষ্ঠিত
হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার
ভাইয়েরা মৌলভী শাহ্ মহিউদ্দিন
আখঞ্জী, মাওলানা শাহ্ জালাল
আহমদ আখঞ্জী, শাহ্ জামাল
উদ্দিন আখঞ্জী, শাহ্ কুতুব উদ্দিন
আখঞ্জী, মাওলানা শাহ্ নাসির
উদ্দিন আখঞ্জী, শাহ্ রিয়াজ
উদ্দিন আখঞ্জী ও তার বড় ছেলে
শাহ ফয়েজ উদ্দিন আখঞ্জী ও
জানাজায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, শহীদ শাহ্
আলাউদ্দিন আখঞ্জীকে
আমেরিকার নিউইয়র্ক শহরের
কুইন্সের ওজোন পার্ক নামক
স্থানের আল ফোরকান জামে
মসজিদের সামনে গত ১৩ই আগষ্ট
রোজ শনিবার ইউএসএ’র স্থানীয়
সময় জোহরের নামাজের শেষে বাসার
উদ্দেশ্যে ফেরার পথে এলাকার ৭৮
নং রোডের কাছে বেলা ১:৫০ মিনিটে
সন্ত্রাসিরা তাকে গুলি করে হত্যা
করে।
 
Top