ওসমানীনগরে তালামীযের প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত
তালামীয নিউজ২৪ :: সুন্নীয়তের অতন্দ্র প্রহরী ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল ৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘঠিকার সময় তাজপুর আলহাজ্ব মিনা বেগম মহিলা আলিম মাদরাসার হলরুমে ছালেহ আহমদের সভাপতিত্বে ও আব্দুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাওঃ ছরওয়ারে জাহান তিনি তাঁর বক্তব্যে বলেন বর্তমানে আমাদের সমাজে দেশে দুঠি সমস্যা এক ভ্রান্ত আকিদ্বা প্রচার কারী ওয়াহাবী সালাফি ফেতনা দুই জঙ্গি ও সন্ত্রাস। এই ফেতনা প্রতিরোধে তালামীয কর্মিদের কে ঐক্যবদ্ব ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা রেদ্বওয়ান আহমদ চৌধুরী,তিনি তাঁর বক্তব্যে বলেন তালামীয কর্মিরা খালিছ নিয়তে সংগঠনের কাজ করতে হবে নিয়ত ছহীহ হলেই মকসুদে মন্জিলে পৌছা সম্ভব।উক্ত অনুষ্ঠানে নির্দিষ্টবিষয় নিয়ে দীর্ঘক্ষণ প্রশিক্ষণ প্রদান করেন ওসমানীনগর উপজেলা আল ইসলাহ,র সাধারণ সম্পাদক মাওঃ এম এ রব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার সভাপতি জুবায়ের আহমদ রাজু, সিলেট পশ্চিম জেলা তালামীযের সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল মতিন গজনবী, মাওঃ আব্দুল কাইয়ুম, সিলেট পশ্চিম জেলার প্রচার সম্পাদক সাকির আহমদ চৌধুরী,ওসমানীনগর হিফজুল কোরআন এডুকেশন ট্রাস্ট এর সভাপতি মুহাম্মদ আজাদ আলী, নাইম আহমদ দিদার, অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন মাযহারুল ইসলাম,হাঃ মনির আহমদ,হাঃ আনোয়ার হোসেন,হাঃ আব্দুল কুদ্দুছ, রুহেল, কামরান আহমদ,ফয়ছল আহমদ,হাঃশাহজান,তোফায়েল,রাসেল,শাফিকুর রহমান,রাজন,সামাদ আলী,রাহেল আহমদ,জাবের আহমদ,আব্দুল আলিম,তোফাজ্জল হোসেন,হাঃ রায়হান আহমদ,সহ বিভিন্ন ইউনিয়ন ও আঞলিক শাখার দায়িত্বশীল বৃন্দ।সর্বশেষ প্রধান অতিথির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।