রাজনগর উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন:
স্টাফ রিপোর্টারঃবাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া,রাজনগর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন গত ২৯/০৮/১৬ ইং সোমবার দলীয়
কার্যালয় টেংরাবাজারে সম্পন্ন হয়।
উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ গৌছুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদ,সহ সাধারন সম্পাদক হাফিজ মামুন আহমদ এর যৌথ পরিচালনায়
অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন সংগটনের কেন্দ্রীয় অর্থ
সম্পাদক হাফিজ কাওছার আহমদ,
নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত
ছিলেন জেলা তালামীযে সভাপতি, খন্দকার অজিউর রহমান
আসাদ,সহযোগী হিসেবে ছিলেন সহ সভাপতি নিলুর রহমান,সাধারন
সম্পাদক এম.এ জলিল।
কামরুল ইসলামকে সভাপতি,হাফিজ মামুন আহমদকে সাধারণ সম্পাদক ও
মোহাম্মদ আলী খান জায়েদকে সাংগঠনিক করে ৫১ সদস্য
বিশিষ্ট কমিটি গঠন করা হয়।