তালামীয নিউজ২৪ঃঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ (উত্তর) উপজেলার আওতাধিন ১নং লামাকাজী ইউ.পি শাখার ২০১৬-১৭ সেশনের কাউন্সিল আজ বাদ আছর বিদায়ী সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লায়েক আহমদের
পরিচালনায় লামাকাজী কাজী অফিসে অনুষ্টিত হয়, অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ইপস্থিত ছিলেন বিশ্বনাথ (উত্তর) উপজেলার সভাপতি জনাব শাহীনুর আমিন,নির্বাচন কমিশনার হিসেবে
উপস্থিত ছিলেন বিশ্বনাথ(উত্তর) উপজেলা শাখার সহ সভাপতি
আলমগির হোসাইন,সাধারন সম্পাদক কুতুব আল ফরহাদ, সদস্য
জুয়েল আহমদ,
সভায় সর্ব সম্মতিক্রমে বিলাল আহমদ কে সভাপতি ও জাহেদ
আহমদ কে সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গটন করা হয়,
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি,সাজ্জাদুর রহমান,সহ
সাধারন সম্পাদক হাঃ সাইদুর রহমান,সাংঘঠনিক সম্পাদক হাঃ হাফিজুর রহমান,সহ
সাংঘঠনিক সম্পাদক আনহার হোসাইন,প্রচার সম্পাদক আবু তাহের
মিছবাহ,সহ প্রচার সম্পাদক গিলমান আহমদ,অর্থ সম্পাদক মাহদি
হাসান,অফিস সম্পাদক ইকবাল মারুফ,সহ অফিস সম্পাদক তারেক
আহমদ,প্রশিক্ষন সম্পাদক রুহুল আমিন,সহ প্রশিক্ষন সম্পাদক আঃ
নুর,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হাসান, নির্বাহী সদস্য,আবু
সুফিয়ান,জাহাঙ্গীর আলম, প্রমুখ, ইমরান হোসাইনের সমাপনি
বক্তব্য ও কুতুব আল ফরহাদের আখেরী মোনাজাতের
মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।