তালামীয নিউজ২৪ঃঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের বাৎসরিক কর্মপরিকল্পনার আওতায় সেপ্টেম্বর মাসকে দাওয়াতী মাস হিসেবে গ্রহণ করা হয়েছে। দেশ-বিদেশে সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে সর্বাত্মক দাওয়াতী কার্যক্রম পরিচালনার আহবান জানানো হয়। সংগঠনের বাৎসরিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে সংগঠনের বিভাগীয় কার্যালয়ে কেন্দ্রীয় সাধারণ সভায় উপরোক্ত কর্মসূচী প্রদান করা হয়।
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, অর্থ সম্পাদক কাওছার আহমদ, অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সহ-অফিস সম্পাদক মুহাম্মদ ওয়ালিউর রহমান সানী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান আখতার, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার মুুহাম্মদ ওজিউর রহমান আছাদ,সদস্য সুহাইল আহমদ তালুকদার, ফারুক আহমদ, মুহাম্মদ তৌরিছ আলী, মুহাম্মদ আব্দুল মুহিত রাসেল, মুহাম্মদ ছালিক উদ্দিন, মুহাম্মদ মিছবাহ্ উদ্দিন প্রমুখ।