তালামীয নিউজ২৪ঃঃ 
আজ ৩০ শে আগস্ট, রোজঃ মঙ্গলবার, বিকালঃ ৩ঘটিকার
সময়, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
মৌলভীবাজার সদর উপজেলাধীন ১১নং মোস্তফাপুর
পশ্চিম ইউপি শাখার উদ্যেগে "আহলে হাদিসদের বিরুদ্ধে
রুখে দাঁড়ানো সময়ের দাবী " শীর্ষক সেমিনার ও ২০১৬-১৭
সেশনের কাউন্সিল  অনুষ্ঠিত হয়েছে।
জগৎসি লতিফিয়া
দাখিল মাদরাসার হলরুমে মোস্তফাপুর ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান জনাব মিলাদ হোসেনের
সভাপতিত্বে ও আগনসি দাখিল মাদরাসার সহকারী
শিক্ষক মাওলানা হেলাল উদ্দিনের পরিচালনায়
অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন
মৌলভীবাজার জেলা তালামীযের অর্থ সম্পাদক
ছাত্রনেতা রাজন আহমদ, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জগৎসী লতিফিয়া দাখিল মাদরাসার
সুপার মাওলানা আব্দুল মুকিত, সেমিনার শেষে উক্ত
ইউপি শাখার ২০১৬-১৭ সেশনের কাউঞ্চিল অনুষ্ঠিত হয়,
সর্বসম্মতিক্রমে সুমেল আহমদকে সভাপতি ও আসাদুর
রহমানকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি
ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মৌলভীবাজার
সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আলি
রাব্বি রতন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে
উপস্থিত ছিলেন সদর উপজেলা তালামীযের সাংগঠনিক
সম্পাদক মুজিব আজহার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
হাফিজ সাদমান সাহেদ। কমিটির অন্যান্য
দায়ীত্বশীলরা হলেন সহ সভাপতি শেখ ওয়াফিল হাসনাত,
সহ সাধারণ সম্পাদক শেখ ওয়াফিল হাসনাত, সাংগঠনিক
সম্পাদক ছমির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সায়মন
আহমদ, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক
শেখ এমন আহমদ, অর্থ সম্পাদক মাহবুব আহমদ সুহেল, অফিস
সম্পাদক হা,ইয়াকুব আলি, সহ অফিস সম্পাদক ছানী
আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আহসান আহমদ, সহ প্রশিক্ষণ
সম্পাদক হাফিজ নাহিদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক
সম্পাদক তাজুল ইসলাম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক
সম্পাদক আবুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
আব্দুল মছব্বির, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
আশিক আহমদ, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, মাহদি
আহমদ, তানিম আহমদ।
 
Top