শাহ আব্দুল মজিদ রাশেদঃবাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা আওতাধীন বরমচাল ইউনিয়ন শাখার সাবেক সহ সভাপতি মরহুম আব্দুল হান্নানের স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়।২৯ আগষ্ট (সোমবার) বিকাল ২:০০ ঘটিকার সময় বরমচাল ইউয়ন কমপ্লেক্সের সামনে অনুষ্টিত হয়।
ইউনিয়ন আল ইসলাহর সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃদেলওয়ার হোসেন খাঁন এর সভাপতিত্বে ও ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি আবুল কাশেম শিপুর  পরিচালনায় অনুষ্টানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সভপতি মাওলানা মুফতি শামসুল ইসলাম
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলিম ,
কুলাউড়া উপজেলা আল ইসলাহর সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল জব্বার,
 কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃফজলুল হক খাঁন সাহেদ,
ফেঞ্চুগঞ্জ হাটুভাংগা আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিল খসরু,কুলাউড়া উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওঃমখলিসুর রহমান,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম,ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ হুসাইন মুহাম্মদ বাবু,সাধারন সম্পাদক সাইফুর রহমান সজিব।

বরমচাল ইউনিয়ন তালামীযের  সভাপতি হাফিজ আব্দুল মজিদ রিপনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মরহুমের পুত্র লন্ডন প্রবাসী মোঃখলিলুর রহমান কয়েস,বরমচাল ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুমিন,ইসহাক আহমদ,সাবেক ইউপি মেম্ভার আব্দুল মুক্তাদির মুক্তার,আব্দুল লতিফ খাঁন,ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক জুবায়দুল ইসলাম জাবেদ।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ,নূর উদ্দিন, হাফিজ সাহেদ আহমদ।
শূরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বরমচাল ইউনিয়ন তালামীযের সহ সাধারণ সম্পাদক সাহেল আলী চৌধুরী,ইসলামীক সংগিত পরিবেশন করেন মোঃনাজমুস সাকিব।
অনুষ্টান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি শামসুল ইসলাম।
(বিদ্রঃমরহুম মোঃআব্দুল হান্নান সাহেব গত ২৬ আগষ্ট ইন্তেকাল করেন
 
Top