তালামীয নিউজ২৪::গতকাল ৫ আগষ্ট শুক্রবার সমাজ সেবার মূর্তপ্রতিক জামানার শ্রেষ্ট মুজাদ্দিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহ: এর হাতেগড়া লতিফিয়া এতিমখানায় দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েষ্টের প্রিন্সিপাল ও লতিফিয়া এতিমখানার দাতা সদস্য মাওলানা সালমান আহমদ চৌধুরী আগমন করেন।
মাওলানা সালমান আহমদ চৌধুরীর আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে লতিফিয়া এতিমখানা কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস বাংলাদেশ'র কান্ট্রি ডিরেক্টর ও আল্লামা বড় ছাহেব ক্বিবলাহ ফুলতলীর বড় ছাহেবজাদা মাওলানা গুফরান আহমদ চৌধুরী, বাদে-দেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।
হোম
»
ফুলতলী সিলসিলার অন্যান্য সংবাদ
» লতিফিয়া এতিমখানায় আগমন করেন দারুল হাদিস নর্থওয়েষ্টের প্রিন্সিপাল সালমান আহমদ চৌধুরী