তালামীয নিউজ২৪ :: গতকাল ৫আগষ্ট ২০১৬ ঈসায়ী শুক্রবার কুলাউড়া আলালপুর হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলার আহবায়ক নুরুজ্জামান রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস সামাদ আজাদের
পরিচালনায় ইউনিয়ন দায়িত্বশীলদের
সাথে নবগঠিত আহবায়ক কমিটির এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা
তালামীযের যুগ্ম আহবায়ক সাহেদ
আহমদ, সদস্য মাহবুব হোসেন সুমন।
আরো উপস্থিত ছিলেন তালামীযের
টিলাগাও ইউ/পি সভাপতি মোঃ আল আমিন,
ব্রাহ্মণবাজার ইউ/পি সভাপতি আশরাফুল
ইসলাম আবুল, সম্পাদক এমদাদুল হক,
ভাটেরা ইউ/পি ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল
আহমদ, সম্পাদক ইসমাঈল হোসেন
শাকিল, জয়চন্ডি ইউ/পি সভাপতি সাব্বির
আহমদ, সম্পাদক নজরুল ইসলাম, পৃথিমপাশা
ইউ/পি সভাপতি সৈয়দ হাবিবুন নুর, কাদিপুর ইউ/
পি সভাপতি পারভেজ সিদ্দিক, সম্পাদক
জিয়াউর রহমান খান মিতুল, ভূকশিমইল ইউ/পি
সভপতি ইমরান আহমদ, সম্পাদক মোঃ
আব্দুল্লাহ, কর্মধা ইউ/পি সভাপতি নুরুল
ইসলাম, হাজীপুর ইউ/পি সভাপতি আতাউর
রহমান, বরমচাল সভাপতি আব্দুল মজিদ
রিপন, সম্পাদক জুবায়দুল ইসলাম জাভেদ,
শরিফপুর সভাপতি আলমগির হোসেন,
রাউৎগাও দায়িত্বশীল ইকবাল হোসেন,
সাহেল আলী চৌধুরী প্রমুখ।
 
Top