তালামীয নিউজ২৪ :: মদিনাবাহী ছাত্র কাফেলা
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া কেন্দ্রীয় অফিস সম্পাদক
মুহাম্মদ উসমান গণি বলেছেন,
তালামীযে ইসলামিয়া সুনাগরিক তৈরীর
লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইসলাম
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমর্থন করে না।
দেশ ও জাতিকে জঙ্গিবাদের করাল
গ্রাস থেকে মুক্ত করতে ইসলামী
আদর্শবাদ প্রচার ও প্রসারের মাধ্যমে
সুনাগরিক তৈরী করে জঙ্গিবাদ রুখতে
হবে। দেশের স্বাধীনতা ও
সার্বভৌমত্ব রক্ষায় এক ঝাঁক উদ্যমী
মানুষ তৈরী করতে হবে। যারা আদর্শিক
মতবাদ প্রচারের মধ্যদিয়ে তৈরি করবে
একটি সোনালী সমাজ ও আদর্শ
রাষ্ট্র।
তিনি গত ৫ আগস্ট শুক্রবার বিকেলে
হেতিমগঞ্জ বাজারে্র একটি
কমপ্লেক্সে সংগঠনের
গোলাপগঞ্জ উপজেলা উত্তরের
ফুলবাড়ী ইউনিয়ন আয়োজিত প্রশিক্ষণ
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে
উপরোক্ত কথাগুলো বলেন।
সুহেদ আহমদ ও জুনেদ আহমদের
যৌথ সভাপতিত্বে, কাশেম উদ্দিন মুন্নার
সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে
আল ইসলাহ সিলেট জেলার সাধারণ
সম্পাদক অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান,
সিলেট মহানগরের অফিস সম্পাদক হাফিজ
সাদ উদ্দিন, তালামীয সিলেট পূর্ব
জেলার সহ সাধারণ সম্পাদক আব্দুল বাসিত
আল-হাসান, গোলাপগঞ্জ উপজেলা
উত্তরের সভাপতি লাবিবুর রহমান লাভলু,
সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, মাওলানা
শাহীদ আহমদ, হাবিবুর রহমান জাফরান,
উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল
কালাম, উপজেলা দক্ষিণের প্রশিক্ষণ
সম্পাদক মঈনুল ইসলাম, মাওলানা কমর
উদ্দিন, আব্দুল আজিজ প্রমুখ।
 
Top