তালামীয নিউজ ২৪ঃ
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামছুল উলামা হযরত
আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর পবিত্র
হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া
১২ নং গিয়াসনগর ইউনিয়ন শাখার অন্তর্গত নিতেশ্বর
আঞ্চলিক শাখার কাউনসিল আজ ০৫-০৮-২০১৬ ইং রোজ
শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় নিতেশ্বর লতিফিয়া
দাখিল মাদরাসা হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ১২ নং
গিয়াসনগর ইউ,পি শাখার সভাপতি ছাত্রনেতা মোঃ
মামুনুর রশীদ
সহকারী নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলেন, ১২
নং গিয়াসনগর ইউপি তালামীযের সহ সভাপতি ইমাদ
উদ্দিন
ও সাধারন সম্পাদক হাফিয সিরাজুল ইসলাম
সুমেল।

উক্ত কাউন্সিলে  আলী হুসেন কে সভাপতি ও
আখতার হসেন কে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য
বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
পরিষদের অন্যান্যরা হলেন,
সহ সভাপতি, রুয়েল আহমদ,সহ সাধারন সম্পাদক, আবুল
কাশেম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ সাংগঠনিক
সম্পাদক, সোহাগ আহমদ, অর্থ সম্পাদক, জায়েদ আহমদ,
অফিস সম্পাদক, শামছুল ইসলাম, সহ অফিস সম্পাদক,
শাহিদ আহমদ সুহেল,
প্রচার সম্পাদক, আল-আমিন, সহ অফিস সম্পাদক, মামুন
আহমদ মাসুম ও নাঈম আহমদ,
প্রশিক্ষণ সম্পাদক, সুহেল আহমদ,
সহ প্রশিক্ষণ সম্পাদক, ইব্রাহীম আহমদ
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, কাওছার আহমদ,
সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, রিমন আহমদ,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সিজান আহমদ খান,
সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হাসান আহমদ।
সদস্যঃ রিমেল আহমদ,আজিজুল হাকিম,মহসিন
আহমদ,শিপন আহমদ,সোহাগ আহমদ,মোশাররফ হুসেন
রিফাত,সোহান আহমদ,রোমান আহমদ,আজমল হুসেন সাগর,
জবলু আহমদ,সাইম আহমদ।
 
Top