
গতকাল ২৩/০৮/২০১৬ ইং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার আওতাধিন বরমচাল ইউনিয়ন শাখার নব গঠিত কমিটির অভিষেক ও বরমচাল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আব্দুল মুমিনের প্রবাস গমণ উপলক্ষে ইউনিয়ন তালামীযের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
ইউনিয়ন তালামীযের নব নির্বাচিত সভাপতি হাফিজ আব্দুল মজিদ রিপনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সেহেল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মোঃদেলোয়ার হোসেন খাঁন মাষ্টার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সপথ বাক্য পাঠ করান বরমচাল ইউনিয়ন তালামীযের সদ্য বিদায়ী সভাপতি ইসহাক আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তলামীযের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ শিপু,ভাটেরা ইউনিয়ন তালামীয সভাপতি ইসমাইল হাসান শাকিল
,সংবর্ধিত ব্যাক্তি ও বরমচাল ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুমিন,ভাটেরা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ বাবলু,সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,ভাটেরা ইউনিয়ন তালামীযের অন্যতম দায়িত্বশীল শাহ আব্দুল মজিদ রাশেদ।
ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক আহমদ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটেরা কলেজ তালামীযের সাধারণ সম্পাদক আশরাফ আহমদ সাব্বির, ভাটেরা ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মাসুম আহমদ,হাঃনূর উদ্দিন, হাসান আহমদ,আব্দুর রহমান, প্রমুখ