হযরত শাহজালাল ( রহ) এর ওফাত দিবস উপলক্ষে শাবি তালামীযের মিলাদ মাহফিল
তালামীয নিউজ২৪ঃ হযরত শাহজালাল (রহ)
এর ৬৯১তম ওফাত দিবস উপলক্ষে
বাংলাদেশ অানজুমানে তালামীযে ইসলামিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অাজ ২৪ আগষ্ট বাদ মাগরিব শাহপরান হল জামে মসজিদে এক অালোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শাবি তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ ইমরান খাঁনের পরিচালনায়
মিলাদ মাহফিলের শুরুতে শাবি তালামীযের সভাপতি মো.নিজামুল
ইসলাম অাব্বাসী বলেন- হযরত শাহজালাল রহ. অাল্লাহর পক্ষ হতে
অামাদের জন্য অনুগ্রহ স্বরূপ। তিনি সুদূর ইয়েমেন হতে
সিলেটে না অাসলে অামরা কুফরীর তিমিরে নিমজ্জিত থাকতাম। তাঁর নামাঙ্কিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তাঁর ওফাত
দিবসে দরজার বুলন্দির দোয়া করা সকলের কর্তব্য।
এতে আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালামীযের দায়িত্বশীল বৃন্দ।
পরিশেষে দোয়া ও তাবাররুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি হয়।