জগন্নাথপুরে জমিয়াতুল মুদার্রেছীন এর উদ্যোগে জঙ্গি বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত
তালামীয নিউজ ২৪ঃ
আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় স্থানীয় জগন্নাথপুর বাজার পৌর পয়েন্টে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন জগন্নাথপুর শাখার উদ্যোগে বিশাল জঙ্গি বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয়,
সংগঠনের সাধারন সম্পাদক শাহ অলিউর রহমানের পরিচানায় এবং মাওঃ আব্দুল গফফারের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সাংগঠনিক সম্পাদক
জমিয়াতুল মুদার্রেছীন সুনামগন্জ জেলা শাখার সাধারন সম্পাদক,অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ,
তিনি তাঁর বক্তৃতায় বলেন,মাদরাসায় কখনো জঙ্গি তৈরী করা হয়না বরং মাদরাসার প্রত্যেক শিক্ষার্থীকে জঙ্গিবাদ থেকে দূরে থাকার ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দেওয়া
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর শাখার সভাপতি মাওলানা আজমল হোসাইন জামি,তিনি তাঁর বক্তৃতায় বলেন,জঙ্গি হামলা করে ইসলামকে প্রতিষ্ঠিত করা আদৌ সম্ভব নয়,কেননা,জঙ্গি এবং ইসলাম একটি অপরটির বিপরীত,ইসলামে জঙ্গিবাদের স্থান নেই,গুলশানে যারা হামলা করেছে তারা ইসলামকে কলংকিত করার ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন,তিনি গুলশান হামলার তিব্র প্রতিবাদ জানিয়ে এর সাথে আরো যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান,এবং জঙ্গিবাদ বিরোধী সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ৪ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন,অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ,অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল,মাওলানা আব্দুল করিম ফারুকী,মাওলানা ছালেহ আহমদ প্রমূখ৷এছাড়া উক্ত মানববন্ধনে জগন্নাথপুর থানা শাখা ও পৌর শাখার আল ইসলাহ ও তালামীযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷