মানিকপুর ইউনিয়ন তালামীযের সংবর্ধনা ও চা চক্রর অনুষ্টান
তালামীয নিউজ২৪ঃবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিযা ৯নং-মানিকপুর ইউনিয়ন শাখার
উদ্যোগে
মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি আহমদ হোসাইন আইমান এর সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী পরিচালনায়
ফারহানা এন্ড আয়শা সেন্টারে অনুষ্টিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের
নব-নির্বাচিত সংবর্ধীত অতিথি ছাত্রনেতা মুহাম্মাদ আবু-সুফিয়ান,
প্রধান অতিথি ইছামতি কামিল মাদরাসা সাবেক ভি'পি দেলওয়ার হুসেইন চৌ:,
বিশেষ অতিথি ছিলেন : সাবেক ছাত্রনেতা হাছান আহমদ চৌধুরী
ইছামতি কামিল মাদরাসা তালামীযের সাধারণ সম্পাদক আকবর আহমদ চৌ:,
উপজেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক নাজির আহমদ,
ফারুক আহমদ,
উপস্থিত ছিলেন
ইছামতি ডিগ্রী কলেজ তালামীযের সভাপতি মো: ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌ:, কাজলশাহ তালামীযের সভাপতি আব্দুল মুকিত, মাষ্টার মাহমুদ আল কবির, মানিকপুর ইউনিয়ন তালামীযের
সহ-সভাপতি হা: মুমিনুল হক,কাজী জাহেদ আহমদ,সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ,সহ প্রচার সম্পাদক জাকির হুসেন, জুয়ল মাহমুদ,শামিম আহমদ,আহসান হাবিব,সাবুল চৌ: খালেদ আহমদ,তাহের আহমদ,
পাপলু,ছাদিক,দুলাল,
ইকবাল,শিব্বির, ইমরান আহমদ চৌ: মিজান, প্রমূখ।
অনুষ্টান শেষে চা চক্র অনুষ্টানে উপস্থিত ছিলেন
৯নং-মানিকপুর ইউ/পি চেয়ারম্যান জনাব, মো: মাহতাব হুসেন চৌধুরী।