তালামীয নিউজ২৪ঃউপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)’র হাতেগড়া সংগঠন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিনিধিত্বকারী, বাংলাদেশের অন্যতম সুশৃঙ্খল ইসলামী ছাত্র সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
কমলগঞ্জ উপজেলা শাখার ২০১৬-১৭ ইং সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ
আজ সকাল ১০ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলা
তালামীযের অস্থায়ী কার্যালয়ে ঘোষণা করা হয়।
এর পূর্বে বিদায়ী সভাপতি মাহমুদুর রহমানের চৌঃ
সভাপতিত্বে ও আব্দুল মোহাইমিন ফাহাদ এর
পরিচালনায় কাউন্সিল অধিবেশনে
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক
এম এ জলিল,
সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক
কাদের আল হাসান, জেলা তালামীযের প্রশিক্ষণ
সম্পাদক শফিউল আলম জুবেল, জেলা তালামিযের সহবপ্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমদ,
প্রধান পর্যবেক্ষকহিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল
ইসলাহর কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ
কাজি আলম চৌধুরী সাহেব,
বিশেষ পর্যবেক্ষক হিসেবে
উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর
কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক
মাওঃহাফেয এম এ ওহাব, কমলগঞ্জ উপজেলা
তালামীযের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ,
মাওঃসিহাব উদ্দীন, মাওঃআহমদ হোসাইন চৌধুরী
শ্রীমঙ্গলী এবং তালামীযের সাবেক দায়িত্ববৃন্দ।
উক্ত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে
শাহ মোঃ আব্দুল জলিল কে সভাপতি ও
হাঃশফিকুল ইসলাম বুলবুল কে সাধারণ সম্পাদক করে
কমলগঞ্জ উপজেলা তালামীযের
২৯সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে
অন্যান্যদের মধ্যে রয়েছেন-সহ-সভাপতি মোঃ এনামুল হক
চৌধুরী তাওহিদ সহ-সাধারন সম্পাদক,মহসিন আহমদ
সাংগঠনিক সম্পাদক, নাছির উদ্দীন
সহ-সাংগঠনিক সম্পাদক সূহেল আহমদ সাদ্দাম প্রচার
সম্পাদক,আব্দুর রকিব
সহ-প্রচার সম্পাদক,আলী আমজাদ
অর্থ সম্পাদক, তাজ উদ্দীন
অফিস সম্পাদক,শরিফ উদ্দীন
সহ-অফিস সম্পাদক,সাইদুল হোসেন
প্রশিক্ষণ সম্পাদক, হাঃসাজ্জাদুর রহমান
সহ-প্রশিক্ষণ সম্পাদক,হাসান আহমদ
শিক্ষা বিষয়ক সম্পাদক,সোয়েব আহমদ
সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, ক্বারি মিনহাজ উদ্দীন তথ্য
প্রযুক্তি সম্পাদক, ওয়াকিল মুন্না আজমত, সহ-তথ্য
প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন,মাদ্রাসা বিষয়ক
সম্পাদক শেখ জাবেদ আহমদ,সহ-মাদ্রাসা বিষয়ক
সম্পাদক তৌফিক আহমদ,স্কুল বিষয়ক সম্পাদক হাফিজ
উদ্দীন,সদস্য খাইরুল ইসলাম,
সেলিম আহমদ,মুরশেদুর রহমান,মোস্তাফিজুর
রহমান,দেলোয়ার হোসেন,
মুহাম্মদ আলী,জয়নাল আবেদিন,
হাসান আহমদ, আমজাদ হোসেন বাবু।