স্টাফ রিপোর্টারঃ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের আওতাধীন জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার অভিষেক অনুষ্টান আজ ১ লা সেপ্টেম্বর বৃহঃবার দুপুর ১২:৩০ মিনিটের সময় মাদ্রাসা হলরুমে অনুষ্টিত হয়।
শাখা সভাপতি হাফিজ জুবায়ের আহমদ তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকের আলম চৌধুরীর পরিচালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জুড়ী উপজেলা তালামীযের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজ আইনুদ্দীন আলী

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের প্রচার সম্পাদক এইচ এম জামাদুল ইসলাম।

জাবের আহমদের কোরআন তিলাওয়াত জুবায়ের আহমদ ও সাব্বির আহমদের ইসলামি সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুল হাসিব।
আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা তালামীযের দায়িত্বশীল-হাফিজ আয়াতুল ইসলাম, মোহান্মদ আলী, জাকির আহমদ, সাইফুল হক শোভন, জিবাল আহমদ প্রমুখ।

পরিশেষে সভার সম্মানিত অতিথি    অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল হাসিব সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
 
Top