ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলামের বাবার মৃত্যুতে ও যুক্তরাষ্ট্র আল-ইসলাহ নেতা মাওলানা আলাউদ্দিন আখঞ্জী এবং সিলাম ইউনিয়ন শাখার সহ- সভাপতি হাফিয আলাল উদ্দিনের অকাল মৃত্যুতে চানপুর শাহজালাল র. ইবতেদায়ী মাদরাসায় ফেঞ্চুগঞ্জ উপজেলার  ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন শাখার উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাখা সভাপতি রেজাউল করিমের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিবের
উপস্থাপনায়
প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক
হাফিজ এজাজুল হক সুমন।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ফেঞ্চুগঞ্জ
ডিগ্রী কলেজ শাখার সদস্য সচিব মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল।
মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহজালাল র.
ইবতেদায়ী মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল নুর,
মাওলানা শামীম আহমদ, মাওলানা হাসান আহমদ।
বক্তব্য রাখেন মল্লিকপুর আঞ্চলিক শাখার সভাপতি
তারেকুল ইসলাম, ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মোশতাক হোসেন, হাবিবুর রহমান, প্রমুখ।

হাটুভাঙগাঃ হাটুভাঙগা আলিম মাদরাসা ছাত্র সংসদের
উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাদরাসা কনফারেন্সেস
হলে "জঙগীবাদ মোকাবেলায় মাদরাসা ছাত্রদের
করনীয়" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিয
হোসাইন মোহাম্মদ বাবু।
বিশেষ অতিথি হিসাবে ববক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ
ডিগ্রী কলেজ শাখার সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল,
২ নং মাইজগাও ইউনিয়ন সাধারণ সম্পাদক কামরান
আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক উজ্জ্বল,
অফিস সম্পাদক আবু তাহেফ শিবলু, জুয়েল আহমদ, ছাব্বির
আহমদ, জাবেল হোসেন, জাহির আহমদ, প্রমুখ।
 
Top