আজ ১লা সেপ্টেম্বর বাদ যুহর বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলার অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন শাখা কর্তৃক "জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরুধী মানববন্ধন" এর আয়োজন করা হয়। লালাবাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন "ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। মানবতার সর্বোত্তম উদাহরণ হল ইসলাম। ইসলাম মানুষকে তার জীবনের সার্বিক দিকের সুষ্ঠ নির্দেশনা দিয়ে থাকে। এ ধর্ম সবসময় শান্তি ও শৃংখলার দিকে আহ্বান করে. কোনো ধরণের সন্ত্রাস কিংবা নৈরাজ্য এ ধর্মে স্থান পায় না; তা ধর্ম প্রচারের স্লোগানেও না. বরং এইধরণের নেক্কারজনক কাজের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান। কেননা পবিত্র কুরআনে বলা হয়েছে 'সন্ত্রাস বা ফিতনা হত্যা হতে জগন্য'। এই জন্য সন্ত্রাস হল ইসলাম বিরুধী কাজ. বর্তমানে কিছু কুচক্রীমহল ইসলামের নামে জঙ্গী অপতৎপরতা চালাচ্ছে যা ইসলামের আদর্শের সম্পূর্ণ বিপরীত। তারা মুসলমান কি না তা আজ আপামর জনতার নিকট প্রশ্ন? তাদের বর্তমান হত্যা ও ধ্বংসযজ্ঞ কাজ ইসলামকে আজ কলুষিত করছে। কিন্তু এই ধরণের কাজ করা মানে হল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া. কারণ কুরআনে বলা হয়েছে 'অকারণে কাউকে হত্যা করা মানে পুরো জাতিকে হত্যা করা এবং কারো জীবন রক্ষা করা মানে পুরো জাতির জীবন রক্ষা করা". বক্তারা আরো বলেন "আল ইসলাহ এবং তালামীয সবসময় ইসলামের মৌলিক আদর্শের উপর বিদ্যমান; সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হওয়াই হল আল ইসলাহ ও তালামীযের প্রধান আদর্শ। আল ইসলাহ ও তালামীয জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সদা তৎপর"। মানববন্ধনে বক্তারা সকলকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

লালাবাজার ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি হাফিজ নিজাম উদ্দিন মহোদয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ সভাপতি লালাবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, আল ইসলাহ সিলেট মহানগরী শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আনোয়ার হুসাইন, উপজেলা আল ইসলাহ'র প্রচার সম্পাদক মাওলানা আবুল হুসাইন, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তোয়াজিদুল হক তুহিন, লালাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বাযক নজির আহমদ, তালামীয লালাবাজার ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সাব্বির প্রমুখ। ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিনের পরিচালনায় এবং সদস্য হাফিজ আকমল খান এর কুরআন তিলাওয়াতে শুরু হওয়া মানববন্ধনে এছাড়াও আল ইসলাহ ও তালামীযের নেতা-কর্মী বৃন্দসহ এলাকার সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। 

 
Top