তালামীয নিউজ ২৪ ডেস্ক:
নজরউপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল
আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলাহ
রহঃ এর হাতে গড়া সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার আওতাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়ন
শাখার ২০১৬-২০১৭ সেশনের কাউন্সিল
অধ্য বেলা ৩ঘটিকায় ব্রাহ্মণবাজার
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি আশরাফুল ইসলাম
আবুলের সভাপতিত্বে ও এমদাদুল হকের
পরিচালনায় কাউন্সিলে প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত
ছিলেন কুলাউড়া উপজেলা
তালামীযের আহব্বায়ক নুরুজ্জামান
রাসেল।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে
উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা
তালামীযের সদস্য সচিব আব্দুস সামাদ
আজাদ।
সর্বসম্মতীক্রমে নজরুল ইসলামকে
সভাপতি ও মনজুরুল ইসলাম মিজুকে
সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১
সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষনা করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীল
সহ-সভাপতিঃজামাল আহমেদ,
আব্দুর রউফ,এমদাদুল হক।
সহ-সাধারণ সম্পাদকঃ ফখরুল ইসলাম,
আব্দুল মুকিত।
সাংগঠনিক সম্পাদকঃ জাহিদুল ইসলাম
রাজু।
সহ-সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল
মুহিত,রিয়াদ আহমেদ,মেহেদি হাসান
রাহাদ।
প্রচার সম্পাদকঃহাঃ ফয়ছল আহমদ।
সহ-প্রচার সম্পাদকঃআবুল কালাম,
সুমন আহমদ, মিছবাহ উদ্দীন, জবরুল ইসলাম
কাউছার।
অর্থ সম্পাদকঃ আব্দুল হাশিম।
অফিস সম্পাদকঃ- রুহুল আমিন সবুজ।
সহ-অফিস সম্পাদকঃ- সাইমুল ইসলাম রকি।
প্রশিক্ষন সম্পাদকঃ- আখতারুজ্জামান।
সহ প্রশিক্ষন সম্পাদকঃ- হাঃরাজন
আহমেদ,
আব্দুল মতিন।
শিক্ষা ও সাংসকৃতিক সম্পাদকঃ-
সুলতান আহমেদ।
সহঃ- সামাদ আহমেদ, রেজাউল করিম
মিটু, বায়জিদ আহমেদ।
সমাজ কল্যান সম্পাদকঃ- লিমন আহমেদ।
সহ সমাজ কল্যানঃ- জামিল আহমদ।
ছাত্র কল্যান সম্পাদকঃ নোমান
আহমেদ।
সহ সমাজ কল্যানঃ- ফয়ছল আহমদ (২)
তথ্য ও গবেষনা সম্পাদকঃ- ইমাদ উদ্দিন।
সহ তথ্য ও গবেষনা সম্পাদকঃ-সাইদ
আহমেদ।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন
কুলাউড়া উপজেলা সাংবাদিক
সমিতির সভাপতি মনজুরুল হক।
আল ইসলাহ ব্রাহ্মণবাজার ইউনিয়ন
সাধারণ সম্পাদক এম এ শহিদ।
আল ইসলাহ ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুগ্ম
সাধারণ সম্পাদক শাহিদ খান।
ব্রাহ্মণবাজার ইউ পি তালামীযের
সাবেক সভাপতি এম কাইয়ুম এম জুনেদ সহ
প্রমুখ।
 
Top